সংবাদ একলব্য, 5 সেপ্টেম্বর : উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন দিনহাটা মহকুমা কমিটির পক্ষ থেকে পালন হল শিক্ষক দিবস। 

দিনহাটা সাহেবগঞ্জ রোড তেরপান্থ ভবনে কয়েকশ শিক্ষক এর উপস্থিতিতে শিক্ষক দিবস পালন হল। এর সাথে কোচবিহার জেলার
উস্থির আন্দোলন এর তিন অনশন কারী শিক্ষক মহাশয়দের ও অবসর প্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের  সম্বর্ধনা দেওয়া হয়।  

উপস্থিত ছিলেন উস্থির রাজ্যকমিটির সদস্য মনীষ কুমার মণ্ডল। এই অনুষ্ঠানের মূল বক্তব্য  হিসেবে উঠে আসে শিক্ষকতা  একটি  শুধুমাত্র পেশা নয় এটি একটি সুন্দর সবল সমাজ তৈরি করার মাধ্যম। 

সাংসদ নিশীথ প্রামানিক অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে আরও সাফল্য মন্ডিত করে তোলেন। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে সকল শিক্ষক সমাজকে আন্তরিক ভাবে সন্মান জানান ও সর্বদা শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকার বার্তাদেন।