Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফুটবল খেলে শিক্ষকদের শ্রদ্ধা কিশামত দশ গ্রামে




সংবাদ একলব্য, 5 সেপ্টেম্বর : শিক্ষক দিবসে শিক্ষকদের শ্রদ্ধা জানাতে প্রতি বছরের মতো এবারেও এক দিবসীয় ম্যারাথন ফুটবল খেলার আয়োজন করেছে কিশামত দশ গ্রাম জয়দূর্গা সোসাল  ওয়েলফেয়ার অর্গানাইজেশ। কোচবিহারের বিভিন্ন দল ছাড়াও অংশগ্রহণ করছে আলিপুরদুয়ার, ফালাকাটা ও আসাম থেকে আসা আট টি দল।  খেলা আয়োজক কমিটির সদস্য রাজীব রায় জানান প্রত্যেক বছর তারা এই খেলার আয়োজন করেন, এই খেলার মধ্যে দিয়ে ফুটবলের প্রতি জনপ্রিয়তা গড়ে তোলাই তাঁদের উদ্দে।।  এই ফুটবল খেলাকে উদ্দেশ্য করে এলাকায় উৎসবের আবহাওয়া চোখে পড়ার মতো।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code