শুকারুর কুঠি,৫ই সেপ্টেম্বর: The helping hand  এর প্রতিষ্ঠা দিবস ও শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে,বিদ্যালয়ের সমস্ত শিক্ষক ও শিক্ষিকা ও সম্মানীয় অতিথি বর্গ উপস্থিত ছিলেন,এবং উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ ও নয়ারহাট থানার ও সি ।রক্তদানের যাবতীয় কার্যাবলী দক্ষতা ও দায়িত্ব পূর্ন ভাবে পালন করে দিনহাটা হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মকর্তারা। আজ এই শিবিরে মোটামুটি 50 জন স্বেচ্ছায় রক্ত দান করেছে,।
তাদের কে the helping hand এর পক্ষ থেকে সার্টিফিকেট ও গাছ প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর কথায় শুকারুর কুটি এলাকায় এই ধরণের উদ্যোগ প্রথমবার।the helping hand এর সদস্যদের এই মহৎ উদ্যোগ কে স্বাগত জানিয়ে তাদের বিভিন্ন সমাজ কল্যানমুলক কাজ কর্মে অংশগ্রহণ এর জন্য উৎসাহিত করেন ,তিনি সঙ্গে এও জানিয়েছেন তিনি সর্বদা হেলপিং হ্যান্ডের  পাশে রয়েছেন।এলাকার সম্মানীয় ব্যক্তিবর্গের মতে এই ধরণের উদ্যোগ জনমানসে প্রভাব ফেলবে,এবং নিঃসন্দেহে ভালো বার্তা বহন করবে।বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে,  the helping hand অন্যতম সদস্য বলেন,আমরা এই রকম কাজ কর্ম ভবিষতে আরও করবো,তবে এলাকার শিক্ষিত সমাজের পরামর্শ ও সহযোগিতা একান্ত কাম্য ।