বিষয় ভাবনার বৈচিত্র্যে
বাংলা সাহিত্য
সম্পাদনা
শর্মিষ্ঠা পাল
বাংলা সাহিত্য বিষয়ক প্রবন্ধ আলোচনার বই বহু ও বিচিত্র । প্রতিটি বই-ই কিছু না কিছু বিশেষত্ব নিয়ে সাহিত্য অঙ্গনকে সমৃদ্ধ করেছে । ‘বিষয় ভাবনার বৈচিত্র্যে বাংলা সাহিত্যচর্চা’ গ্রন্থটিতে আমরা সেই সব প্রবন্ধকে নির্বাচন করেছি যে গুলো বিশেষভাবে গবেষণা নির্ভর । নতুন চিন্তা, নতুন ভাবনাকে খুঁজে নিয়ে বিশয়ের উপর জোড় দেওয়া হয়েছে। সাহিত্য বিষয়ক গবেষকেরা তাদের বিশ্লিষ্ট চিন্তাশক্তি দ্বারা বিষয় নির্বাচন করে যে প্রবন্ধটি রচনা করেছেন তাকে গুরুত্ব দেওয়া হয়েছে । কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজের সিলেবাসের উপর গুরুত্ব দিয়ে প্রবন্ধগুলি নির্বাচন করা হয়নি । মুক্ত চিন্তার উপর গুরুত্ব দিয়ে মধ্যযুগ , উপন্যাস, ছোটোগল্প, প্রবন্ধ ও নাটকের উপর কতিপয় রচনাকে এই গ্রন্থে স্থান দেওয়া হয়েছে । সাহিত্য বিষয়ে অনুসন্ধানী পাঠকদেরকে লক্ষ্য করেই উক্ত গ্রন্থের বিষয় নির্বাচন করা হয়েছে । তাই সেইসব পাঠকদের উদ্দেশ্যে আমাদের আশা রইল যারা সাহিত্যের বহু ক্ষেত্রকে অনুসন্ধানের মধ্যদিয়ে খুঁজে পাওয়ার চেষ্টা করেন ।
বইটি একলব্য প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।
BISHAY VABNAR BOICHITRYE BANGLA
SAHITYA EDITED BY
SHARMISHTHA PAUL
ISBN: 9788193845103
বিনিময়ঃ ২৫০ টাকা
বুক ক্যাফেতে বইটি পেয়ে যাবেন-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊