বিষয় ভাবনার বৈচিত্র্যে
বাংলা সাহিত্য
সম্পাদনা
শর্মিষ্ঠা পাল

বাংলা সাহিত্য বিষয়ক প্রবন্ধ আলোচনার বই বহু ও বিচিত্র প্রতিটি বই-ই কিছু না কিছু বিশেষত্ব নিয়ে সাহিত্য অঙ্গনকে সমৃদ্ধ করেছে । ‘বিষয় ভাবনার বৈচিত্র্যে বাংলা সাহিত্যচর্চা’ গ্রন্থটিতে আমরা সেই সব প্রবন্ধকে নির্বাচন করেছি যে গুলো বিশেষভাবে গবেষণা নির্ভর নতুন চিন্তা, নতুন ভাবনাকে খুঁজে নিয়ে বিশয়ের উপর জোড় দেওয়া হয়েছেসাহিত্য বিষয়ক গবেষকেরা তাদের বিশ্লিষ্ট চিন্তাশক্তি দ্বারা বিষয় নির্বাচন করে যে প্রবন্ধটি রচনা করেছেন তাকে গুরুত্ব দেওয়া হয়েছে কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজের সিলেবাসের উপর গুরুত্ব দিয়ে প্রবন্ধগুলি নির্বাচন করা হয়নি মুক্ত চিন্তার উপর গুরুত্ব দিয়ে মধ্যযুগ , উপন্যাস, ছোটোগল্প, প্রবন্ধ ও নাটকের উপর কতিপয় রচনাকে এই গ্রন্থে স্থান দেওয়া হয়েছে সাহিত্য বিষয়ে অনুসন্ধানী পাঠকদেরকে লক্ষ্য করেই উক্ত গ্রন্থের বিষয় নির্বাচন করা হয়েছে তাই সেইসব পাঠকদের উদ্দেশ্যে আমাদের আশা রইল যারা সাহিত্যের বহু ক্ষেত্রকে অনুসন্ধানের মধ্যদিয়ে খুঁজে পাওয়ার চেষ্টা করেন


বইটি একলব্য প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।
BISHAY VABNAR BOICHITRYE BANGLA         
SAHITYA  EDITED  BY        
SHARMISHTHA PAUL
ISBN: 9788193845103
বিনিময়ঃ ২৫০ টাকা


বুক ক্যাফেতে বইটি পেয়ে যাবেন-