Sangbad Ekalavya:

আগামী ৭  ও ৮ সেপ্টেম্বর, ২০১৯ শনিবার ও রবিবার বুনিয়াদপুর ফুটবল মাঠ প্রাঙ্গনে সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হতে চলেছে ‘কালকণ্ঠ সাহিত্য উৎসব’। সম্পাদক বাপ্পাদিত্য দে  জানান-' ৭ সেপ্টেম্বর শনিবার সকাল ৮টায় বর্ণাঢ্য শােভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু। সারাদিন ব্যাপী বিভিন্ন প্রতিযােগিতা ও সন্ধ্যা ৬ টা থেকে  সাংস্কৃতিক অনুষ্ঠান। ৮ সেপ্টেম্বর রবিবার সকাল ' ৯টা থেকে রাত ১০ টা পর্যন্ত ভিন্ন স্বাদের। ' প্রতিযােগিতামূলক অনুষ্ঠান থাকছে।" 
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং সভাপতিত্ব করবেন ড.আনন্দগোপাল ঘোষ। 
একনজরে দেখে নিন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সূচি