কলকাতা: 

পুজোর আগে বাংলাদেশের সন্ত্রাসবাদী সংগঠন জামাত-উল-মুজাহিদিন -র সঙ্গে জড়িত সন্দেহে এক সদস্যকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । সোমবার এই খবর জানান কলকাতা প্রশাসনের এক উচ্চপদস্থ অফিসার।

তাঁর কথায়, গোপন সূত্রে খবর পেয়ে বাগমারির ক্যানাল ইস্ট রোড সংলগ্ন গজনবি ব্রিজের কাছ থেকে অভিযুক্ত মহম্মদ আবুল কাশেম ওরফে কাশেমকে গ্রেফতার করে পুলিশের একটি দল।

তিনি আরও জানান, "আমরা তার থেকে বেশ কিছু আপত্তিকর নিবন্ধ ও প্রচারপত্র উদ্ধার করেছি। আপাতত তাকে জেরা করা হচ্ছে সংগঠন সম্পর্কে বিস্তারিত জানতে। পাশাপাশি, খবর নেওয়া হচ্ছে কলকাতায় এই নিষিদ্ধ সংগঠন কোনোভাবে জাল বিস্তার করেছে কিনি।" প্রসঙ্গত, আগামী মাসে দুর্গাপুজো। হিন্দু তথা বাঙালির এই শ্রেষ্ঠ উৎসবে শহর মাতবে আনন্দে। সেই সময় জামাত কোনও নাশকতার ছক কষছে কিনা, সেদিকও খতিয়ে দেখছে প্রশাসন।




(সংবাদ একলব্য এই  সংবাদ সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)