Latest News

6/recent/ticker-posts

Ad Code

জাহ্নবী কপূরের রূপ-রহস্য: কলা-মধুর ফেসপ্যাকে যৌবন ধরে রাখার চেষ্টা !

জাহ্নবী কপূরের রূপ-রহস্য: হালুমি চিজ়, পিলাটিজ় আর কলা-মধুর ফেসপ্যাকে যৌবন ধরে রাখার চেষ্টা

জাহ্নবী কপূর রূপচর্চা, হালুমি চিজ়, প্রোটিন স্মুদি, পিলাটিজ় ব্যায়াম, ঘরোয়া ফেসপ্যাক, বরফজলে মুখ

মুম্বই, ১৮ অগস্ট : 

চলচ্চিত্রের পর্দায় যেমন ঝলমলে, বাস্তবেও তেমনই উজ্জ্বল জাহ্নবী কপূর। কখনও মাসাবার পোশাকে ফ্যাশন দুনিয়ায় ঝড়, কখনও কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় নজরকাড়া উপস্থিতি, আবার কখনও নতুন ছবির শুটিংয়ে ব্যস্ততা। শ্রীদেবী-কন্যা জাহ্নবী এখন পেশাজীবনের মধ্যগগনে। কিন্তু এই ব্যস্ততা, কায়িক পরিশ্রম, মানসিক চাপ—সবকিছু সামলে নিজেকে ঠিক কীভাবে আগলে রাখেন তিনি?

সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করে অনুরাগীদের সঙ্গে নিজের দিনযাপনের রূপ-রহস্য ভাগ করে নিয়েছেন জাহ্নবী। সেই ভিডিয়োতে দেখা গেল, শরীরচর্চার আগে প্রোটিন স্মুদি পান করছেন তিনি। এরপর ত্বকচর্চা সেরে পিলাটিজ় ও ট্রেডমিলে দৌড়ে শরীরচর্চা সম্পন্ন করেন। ব্যায়ামের পর হালুমি চিজ় ভাজা খেয়ে ফের ত্বকের যত্নে মন দেন।

জাহ্নবীর ত্বকচর্চার ঘরোয়া রুটিন:


• প্রথমে ঘরোয়া ফেসপ্যাক লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেন।
• এরপর বরফজলে মুখ ডুবিয়ে ত্বক টানটান ও উজ্জ্বল করেন।
• মালাইভরা দই, মধু, কলা মিশিয়ে মুখে লাগান।
• কমলালেবুর রস প্যাকের উপর ঘষে ত্বকে প্রাকৃতিক ভিটামিন সি প্রয়োগ করেন।
• শেষে চোখের নিচে আমন্ড তেল লাগিয়ে রাত্রিকালীন যত্ন সম্পন্ন করেন।

খাদ্যাভ্যাস ও ব্যায়াম:

• প্রোটিন স্মুদি: ব্যায়ামের আগে শরীরে শক্তি জোগায়। খালিপেটে ব্যায়ামের চেয়ে আগে খেয়ে নেওয়া স্বাস্থ্যকর।
• হালুমি চিজ়: ছাগল ও ভেড়ার দুধ থেকে তৈরি সাইপ্রাসের চিজ়। প্রোটিনের চমৎকার উৎস, বিশেষত নিরামিষভোজীদের জন্য।
• কার্ডিয়ো ও পিলাটিজ়: ক্যালোরি ঝরাতে সাহায্য করে, শরীরের ভারসাম্য ও নমনীয়তা বাড়ায়।

বরফজলে মুখ ডোবানো:

ত্বকের ফোলা ভাব ও প্রদাহ কমাতে কার্যকর। রক্ত সঞ্চালন বাড়ায়, ত্বককে করে তোলে টানটান ও প্রাণবন্ত।

জাহ্নবীর এই রুটিন শুধু সৌন্দর্য ধরে রাখার জন্য নয়, বরং মানসিক চাপ ও পেশাগত চাহিদা সামলাতে তাঁর আত্মনিয়ন্ত্রণের প্রতিফলন। ২৮ বছরের এই অভিনেত্রী জানেন, সমস্যা এলে তা মোকাবিলা করার চেয়ে সমস্যা এড়িয়ে চলাই শ্রেয়। তাই নিজেকে আগলে রাখার এই সচেতন প্রয়াস।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code