জাহ্নবী কপূরের রূপ-রহস্য: হালুমি চিজ়, পিলাটিজ় আর কলা-মধুর ফেসপ্যাকে যৌবন ধরে রাখার চেষ্টা
মুম্বই, ১৮ অগস্ট :
চলচ্চিত্রের পর্দায় যেমন ঝলমলে, বাস্তবেও তেমনই উজ্জ্বল জাহ্নবী কপূর। কখনও মাসাবার পোশাকে ফ্যাশন দুনিয়ায় ঝড়, কখনও কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় নজরকাড়া উপস্থিতি, আবার কখনও নতুন ছবির শুটিংয়ে ব্যস্ততা। শ্রীদেবী-কন্যা জাহ্নবী এখন পেশাজীবনের মধ্যগগনে। কিন্তু এই ব্যস্ততা, কায়িক পরিশ্রম, মানসিক চাপ—সবকিছু সামলে নিজেকে ঠিক কীভাবে আগলে রাখেন তিনি?
সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করে অনুরাগীদের সঙ্গে নিজের দিনযাপনের রূপ-রহস্য ভাগ করে নিয়েছেন জাহ্নবী। সেই ভিডিয়োতে দেখা গেল, শরীরচর্চার আগে প্রোটিন স্মুদি পান করছেন তিনি। এরপর ত্বকচর্চা সেরে পিলাটিজ় ও ট্রেডমিলে দৌড়ে শরীরচর্চা সম্পন্ন করেন। ব্যায়ামের পর হালুমি চিজ় ভাজা খেয়ে ফের ত্বকের যত্নে মন দেন।
জাহ্নবীর ত্বকচর্চার ঘরোয়া রুটিন:
খাদ্যাভ্যাস ও ব্যায়াম:
বরফজলে মুখ ডোবানো:
ত্বকের ফোলা ভাব ও প্রদাহ কমাতে কার্যকর। রক্ত সঞ্চালন বাড়ায়, ত্বককে করে তোলে টানটান ও প্রাণবন্ত।
জাহ্নবীর এই রুটিন শুধু সৌন্দর্য ধরে রাখার জন্য নয়, বরং মানসিক চাপ ও পেশাগত চাহিদা সামলাতে তাঁর আত্মনিয়ন্ত্রণের প্রতিফলন। ২৮ বছরের এই অভিনেত্রী জানেন, সমস্যা এলে তা মোকাবিলা করার চেয়ে সমস্যা এড়িয়ে চলাই শ্রেয়। তাই নিজেকে আগলে রাখার এই সচেতন প্রয়াস।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊