সংবাদ একলব্য, ১০ আগস্টঃ সর্বভারতীয় পিজিটি পে স্কেল হল ৪৭৬০০ থেকে ১৫১১০০ টাকা। সেই হিসাবে অনেক কম বেতন নিয়েই রাজ্যের পিজি স্কেলের শিক্ষকদের সন্তুষ্ট থাকতে হয়। 
এতদিন তাঁরা কোন আন্দোলনে না নামলেও অন্যান্যরা যখন  নিজ নিজ দাবি আদায়ের জন্য আন্দোলন, ধর্ণা কর্মসূচি নিচ্ছেন, তখনও তাঁরা নিজেদেরকে আন্দোলন কর্মসূচি থেকে দূরে রাখছিলেন। তারা ভেবেছেন সরকার সঠিক সময়ে সঠিক উদ্যোগ নেবেন। কিন্তু এরাজ্যে শিক্ষকরা তাদের প্রয়োজনে যেমন সরকারের কোন উদ্যোগ দেখতে পাচ্ছেন না, তেমনি নানান বিধি নিষেধের জাঁতাকলে পড়তে হচ্ছে প্রতিনিয়ত। ফলে আন্দোলনই যে একমাত্র রাস্তা, তা বুঝতে পারছেন এ রাজ্যের পিজি স্কেলের শিক্ষকরা। তাই এবার নিজেদের দাবি পেশ করে, আন্দোলন কর্মসূচির ডাক দিচ্ছেন পোস্ট-গ্রাজুয়েট স্কেলে চাকরিরত স্কুল শিক্ষকেরা। 
রাজ্য জুড়ে তৈরি হয়েছে বেশ কিছু FACEBOOK PAGE/GROUP, WHATSAPP GROUP. এই ডিজিটাল মাধ্যমেই সংঘবদ্ধ হচ্ছেন শিক্ষকরা। তবে এখনও পর্যন্ত সাংগঠনিক নেতৃত্বের তেমন খোঁজ পাওয়া যায়নি। তবে তাঁরা যে সমস্ত দাবীগুলোকে সামনে রাখছেন, সেগুলি হল- 
১) পোস্ট-গ্রাজুয়েট শিক্ষকদের প্রোমাশানাল গ্রেড পে হিসেবে প্রধান শিক্ষক দের গ্রেড পে দিতে হবে।
২) পোস্ট-গ্রাজুয়েট শিক্ষকদের অভিজ্ঞতার উপর নির্ভর করে ADI এবং DIপদে নিয়োগ বা স্কেল দিতে হবে।
৩) CAREER ADVANCEMENT SCHEME (CAS) চালু করতে হবে।
৪)যারা পিএইচডি (PhD) করেছেন, তাদের ইনক্রিমেন্ট পে এবং পিএইচডি (PhD) করার জন্য সবেতনে ছুটি মঞ্জুর করতে হবে।
৫) পোস্ট-গ্রাজুয়েট  শিক্ষকদের ইনিসিয়াল পে ৫৫০০০ টাকা করতে হবে।
কিন্তু এখন দেখার, দীর্ঘদিন থেকে নানান বঞ্ছনার পরও কতটা সংগঠিত হতে পারেন পোস্ট গ্রাজ্যুয়েট শিক্ষকরা।