সংবাদ একলব্য,১০ আগস্টঃ হিন্দু পুরোহিতদের  মাসিক ভাতা চালু করার ব্যাপারে ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার। শুক্রবার তৃণমূল নেতা ও মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় একথা জানিয়েছেন। বিজেপির বহুদিনের অভিযোগ, তৃণমূল মুসলিম তোষণ করে। সেই অভিযোগের প্রত্যুত্তর হিসেবেই এই পদক্ষেপ করতে পারে তৃণমূ‌ল সরকার। রাজীববাবু বলেন, ‘‘হিন্দু পুরোহিতরা একটি বিরাট বড় সম্প্রদায়। তাঁরা দীর্ঘদিন ধরে বঞ্চিত। আমি তাঁদের কথা দিয়েছি যে তাঁদের মাসিক ভাতার দাবির বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। আমরা অনুভব করছি তাঁদের মাসিক ভাতা দেওয়া উচিত। কেননা বহু পুরোহিতেরই সংসার চাল‌াতে কষ্ট হয়।'' পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ সম্মেলনে এসে তিনি একথা জানান।