অঘোর সাধু : দিনহাটা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে একনাগাড়ে বেশ কদিন বৃষ্টি হওয়ায় সবজির বাজার আগুন । বলতে গেলে বাজারে সবজি অমিল । যে দু চারটে সবজি মেলে তাও আকাশ ছোঁয়া দাম । ষাটের ঘরে পটল , শসা , বেগুন , বরবটি । লংকার বাজারও অত্যন্ত চড়া ফলে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে বাজারে গিয়ে ।
সবজি বিক্রেতারা বলেন পাইকারি বাজার বেড়েছে তাই এই অবস্থা । আর টানা বৃষ্টির ফলে অনেক সবজির গাছ নষ্ট হয়ে গেছে এতে যোগান কমে গেছে ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊