বিপ্লব চক্রবর্তী, তুফানগঞ্জ ১২ আগস্টঃ ছ মাস যাবত তুফানগঞ্জে ফুচকা বিক্রি করে  বিখ্যাত হয়ে উঠেছেন দুই মহিলা ফুচকাওয়ালা। নমিতা বর্মণ ও মিনতি বেপারী। লম্বা পাড়া কালী মন্দিরের পাসে এদের ফুচকার দোকানে ভীর উপচে পড়ে। জল ফুচকা,দই ফুচক পাপড়ি চাটে দোকান বেশ জমজমাট। ফুচকার দোকান ঘিরে ভরে উঠেছে এই কালী মন্দির মোর, এখানকার মহিলা দ্বারা পরিচালিত দুর্গাপূজা এবং মহিলার ফুচকার দোকান নারী শক্তির জ্বলন্ত উদাহরণ।