সংবাদ একলব্য, ১২ আগস্টঃ ১৯৮৮ সালে গান্ধী মেমোরিয়াল আন্তর্জাতিক সংগঠন উপহার দিয়েছিল সনফ্রান্সিসকোকে এই গান্ধী মূর্তি। এই গান্ধী মূর্তিকেই বিকৃত করা হল। গান্ধীর চোখে লাল আলো সবাই দেখে অবাক।সাধারণ মানুষ ও কমিশন দেখে হতভম্ব। সানফ্রান্সিসকোর ব্রিজের কাছে কৃষিবাজার সংলগ্ন এলাকায় ব্রোঞ্জের গান্ধীমূর্তির চোখে লাল এলইডি লাগায় দুষ্কৃতীরা। আর এ ছবি শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়।
তদন্ত চলছে,দুষ্কৃতীকে ধরার। এর আগেও এই মূর্তি ভাঙচুর করা হয়েছিল,তারপর চশমা চুরি করা হয়েছিল বলে জানা যায়।