সংবাদ একলব্য,৯ আগস্টঃ আগে থেকে জম্মু ও কাশ্মীরের রাজ্যপালকে জানিয়ে কাশ্মীর যাওয়া সত্ত্বেও শ্রীনগর বিমানবন্দরে আটকে দেওয়া হল সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরীকে। গতকালই এক চিঠিতে সীতারাম ইয়েচুরী জম্মু ও কাশ্মীরের রাজ্যপালকে আজ কাশ্মীর গিয়ে দলীয় বিধায়ক ইউসুফ তারিগামী এবং দলীয় কর্মীদের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছিলেন। সীতারাম ইয়েচুরীর সঙ্গেই আটকে দেওয়া হয়েছে সিপিআই নেতা ডি রাজাকেও।
এদিন এক ট্যুইট বার্তায় সিপিআই(এম)-এর পক্ষ থেকে জানানো হয়েছে – সীতারাম ইয়েচুরীকে শ্রীনগর বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে এবং তাঁকে কোথাও যেতে দেওয়া হচ্ছে না। যদিও তিনি আগে থেকেই অসুস্থ দলীয় বিধায়ক ইউসুফ তারিগামী এবং দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে যাবেন বলে প্রশাসনকে জানিয়েছিলেন। আমরা এই বেআইনি আটকের তীব্র বিরোধিতা করছি ৷
.@SitaramYechury has being detained at Srinagar Airport and not allowed to move anywhere. This despite the fact that he had informed the administration about his visit to meet CPIM MLA MY Tarigami who is not well & other party workers.We strongly protest this illegal detention.
— CPI (M) (@cpimspeak) August 9, 2019
প্রসঙ্গত, গতকাল এক চিঠিতে সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরী জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিককে জানিয়েছিলেন - জম্মু ও কাশ্মীরে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদীর) সক্রিয় শাখা আছে এবং রাজ্যের ভেঙে দেওয়া বিধানসভায় মহম্মদ ইউসুফ তারিগামী, আমাদের একজন বিধায়কও আছেন। এক জাতীয় দলের সাধারণ সম্পাদক হিসেবে আমি মহম্মদ ইউসুফ তারিগামীর সঙ্গে (আমি খবর পেয়েছি তিনি অসুস্থ) এবং আমার দলের অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা করার জন্য ৯ তারিখ সকালে শ্রীনগর যাবো। আমি আশা করবো আমার দলের একজন নেতা হিসেবে আমার দায়িত্ব পালনে প্রশাসন কোনো বাধা সৃষ্টি করবে না।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊