Latest News

6/recent/ticker-posts

Ad Code

নস্যশেখ উন্নয়ন মঞ্চের শুকটাবাড়ি অঞ্চলের প্রস্তুতি সভা

আনারুল ইসলাম প্রামাণিক, চ্যাংরাবান্ধাঃ নতুন অঞ্চল কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল শুকটাবাড়ি অঞ্চলে। ইতিমধ্যেই গোটা উত্তরবঙ্গ জুড়ে নতুন  কমিটি গঠনের কাজ চলছে তাঁরই অংশ হিসেবে এদিন শুকটাবাড়ি অঞ্চলে ও  একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উপদেষ্টা সদস্য আলি মোস্তাফা ও  কোচবিহার এক নং ব্লক কনভেনার আবু সালেম আজাদ প্রমুখ। খুব শীঘ্রই অঞ্চল কমিটি গঠন করা হবে বলে তিনি জানান। মূলত সমগ্র মূলনিবাসী নস্যশেখ সম্প্রদায়ের  NRC -র সুনিশ্চিত সুরক্ষার স্বার্থে সাংবিধানিক রক্ষা কবচ (OI) ORIGINAL INHABITANT এর অধিকার আদায়ের স্বার্থে দীর্ঘদিনের তাদের  এই আন্দোলন। কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম নবী আজাদ বলেন, নস্যশেখ জনগোষ্ঠীর অন্তর্ভূক্ত প্রায় ৩০-৩৫ টি সম্প্রদায়। তথ্য ও নথির ভিত্তিতে সকলেই নাগরিকত্ব প্রমাণ করতে পারবে না। অধিকাংশ ভূমি পুত্র  সচেতনতা ছিল না। সমগ্র নস্যশেখ সম্প্রদায় কে ( OI) প্রদান করতে হবে। যেইরুপ আসাম রাজ্যের কোচ, রাজবংশী, মবিয়া, গোর্খা নেপালি ইত্যাদি জনগোষ্ঠীকে সুরক্ষিত নাগরিকত্বের স্বার্থে (OI) দেওয়া হয়েছে।
তাঁরা জানান-  নস্যশেখ ও  রাজবংশী জনগোষ্ঠীর ইতিহাস ভাষা সংস্কৃতি খাদ্যাভ্যাস সবকিছুই এক শুধুমাত্র ধর্মীয় উপাসনা পদ্ধতি ভিন্ন। আমরা চাই NRC তে নস্যশেখ সম্প্রদায়ের- ভাষা, খাদ্যাভ্যাস, সংস্কৃতি, নামের পদবী ইত্যাদি বিচার বিশ্লেষন করে (OI) প্রদান করতে হবে। পাশাপাশি এদিন ঘোকসাডাঙা অঞ্চলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code