সংবাদ একলব্য, ১৪ অগাস্টঃ গত কাল বিধানসভায় সমস্ত রকম পদ থেকে ইস্তফা দেন কলকাতার প্রাক্তন মেয়ের তথা একসময়ের তৃণমূলের দাপুটে নেতা শোভনদেব চট্টোপাধ্যায় l রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ শোভন বাবুর যোগদানের সবুজ সংকেত দেওয়ায় আজই বিজেপি তে যোগ দিতে পারেন শোভন বাবু l অনেক দিন ধরেই শোভন বাবু বিধান সভায় অনুপস্থিত থাকায় বিধানসভার স্পিকার তাকে চিঠি পাঠান, এই চিঠির উত্তরে কাল তিনি সরকারের সমস্ত পদ থেকে ইস্থফা দেন l গত লোকসভা ভোটে শোভন বাবু কে কোনো প্রচারে দেখা যায় নি l অনেক বার রাজ্যের তৃণমূল কংগ্রেসর থেকে তার সাথে আলোচনা করলেও শোভন বাবু কে দলে ফেরাতে পারেনি l শেষ পর্যন্ত তৃণমূলের প্রধান সচিব পার্থ চট্টোপাধ্যায় ড্যামেজ কন্ট্রোলে নামলেও বার্থ হন l অবশেষে শোভন বাবু বিজেপি তে যোগ দেবেন কিনা তা আজই বোঝা যাবে l