Latest News

6/recent/ticker-posts

Ad Code

ডিজিটাল ভারত এবং স্বাধীনতা


মহেশ্বর মাজি, 
বাঁকুড়া

স্বাধীন মানে নিজের ইচ্ছাধীন হলেও সামাজিক এবং শাসন সংক্রান্ত কিছু নিয়মের অধীনে সবাইকে সবসময় চলতে হয়।এটাকে ঠিক পরাধীন বলা যাবে না।
সেই সকল নিয়ম, যুগের সাথে পাল্লা দিয়ে দিন দিন আধুনীক হচ্ছে। তবে সেইমতো দেশের জনগণ কিন্তু আধুনীক হচ্ছে না।তার প্রধান কারণ হল অশিক্ষা এবং দারিদ্রতা।দেশের অগ্রগতি অবশ্যই চায়।ডিজিটাল হোক।কিন্তু এক শ্রেণীর কাঁধের উপর দিয়ে নয়।সমগ্র দেশবাসী যেন সমানভাবে এই কর্মযজ্ঞে সামিল হতে পারে।ডিজিটাল নামক সিঁড়িটা যাতে পায়ের শেকল না হয়ে দাঁড়ায়। তারজন্য চায় উপযুক্ত শিক্ষা এবং কর্মসংস্থান। কারণ ঘরের একটা কোণকে অন্ধকার রেখে কখনো দীপাবলি হয় না।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code