সংবাদ একলব্য, ৫ আগস্টঃ গতকাল রাত ১১ টার দিকে জল্পেশ্বর শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে মাথাভাঙ্গা জামালদহে একটা লরির সঙ্গে  বাইকের সংঘর্ষ হয়।  ঘটনা স্থলে বাইক আরোহী ধনকুমার দাসের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও দুজন। মৃত যুবকের বাড়ি,  কিশামতদশগ্রাম,  পাকারমাথা ( বটতলা),বয়স ২৬। বাকি দুজন তারকনাথ দাস ও মিঠুন দেবনাথ।
তারকনাথ দাস  গুরুতর অসুস্থ।

আজ সন্ধ্যায় ধনকুমার দাসের মৃতদেহ আনা হয়। এলাকায় এখন শোকের ছায়া।