তপন বর্মন, দিনহাটাঃ  বাড়ি ইসলামপুর  কিন্তু মধু সংগ্রহ করতে  শিবা মণ্ডলকে গ্রামের পর গ্রাম ঘুরতে হয়।এটাই তার পূর্বপুরুষের জীবিকা।  আজ তার দেখা মেলে কোচবিহার জেলার দিনহাটা মহকুমার টেপরাই( বাঁশভাঙা) গ্রামে। অদম্য সাহসে জীবনের প্রবল ঝুঁকিকে উপেক্ষা করে তারা মধু সংগ্রহ করে। গ্রামীণ মানুষের প্রচলিত বিশ্বাস মধু পাড়তে নাকি মন্ত্র পড়েন এনারা। কিন্তু এনাদের বক্তব্যে ভিন্ন সুর। দেখুন বিস্তারিত ভিডিওতে-