সংবাদ একলব্য, ২ অগাস্টঃ এসএসসির প্রধান শিক্ষক নিয়ােগে দুর্নীতির অভিযােগ তুলে সরব কোচবিহার জেলার বিভিন্ন শিক্ষক সংগঠন। গত বৃহস্পতিবার (১আগস্ট) কোচবিহারের ডিআই (মাধ্যমিক) দপ্তরে বিজেপি টিচার্স সেলের তরফে স্মারকলিপি দেওয়া হয়। সেলের আহ্বায়ক বিনয় সরকার জানান, কোচবিহারের মাথাভাঙার একটি স্কুলে প্রধানশিক্ষক হিসেবে নিয়ােগপত্র পাওয়ার পরে তিনি তা বদলে অন্য স্কুলে যােগ দিয়েছেন। এতে বােঝা যাচ্ছে, দুর্নীতি হচ্ছে বলেই একজন শিক্ষককে দু’বার দু’জায়গায় নিয়ােগপত্র দেওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় চলছে এই দুর্নীতি নিয়ে আলোচনা। জানা গেছে appointment পাওয়ার পরে কলকাতায় চ্যানেল করে অভিযুক্ত শিক্ষক. Counselling সম্পূর্ণ হবার পরে 12 দিন তিনি কলকাতায় পরে ছিলেন পরিবর্তন করাবার জন্য।
আমাদের হাতে এসেছে সেই বিতর্কিত নিয়োগ পত্র। এখানে দেখা যাচ্ছে ১৫ জুলাই, ২০১৯ শিক্ষক সমীর কুমার রক্ষিতকে প্রধান শিক্ষক পদে নিয়োগপত্র দেওয়া হয়। এখানে উল্লেখ রয়েছে-
"West Bengal Central School Service Commission Memo no. 1260/6926/HM/CSSC/ESTT/2019 dated 04.07.2019. you are hereby appointed to the post of HEADMASTER (for Secondary / Higher Secondary Schools) in the noted below school. Your pay band will be 29,000/- to 340,500/- with a Grade Pay of 5,400/- and additional Grade Pay where admissible, plus usual allowances with effect from your date of joining. Your service shall be regulated by the relevant Govt. Act, Rules, and Regulations and by the Orders of the Board. This service is transferable. No travelling or any other allowance is admissible for joining the post. Proper Release Order must be submitted at the time of joining.
Name: SAMIR RAKSHIT Address: VIVEKANANDA STREET,OPPOSITE BAKULTALA KALI MANDIR, PO. COOCHBEHAR, BLOCK-COB-01,PSKOTWALI, COOCHBEHAR, 736101
Roll No: 22051700002219 Gender: MALE Date of Birth: 20-Mar-78
Post in which selected:HEADMASTER
School Name with Address: PATAKAMARI RAJENDRA NATH HIGH SCHOOL(HS)."
অথচ তিনি রাজারহাট উচ্চবিদ্যালয়ে যোগদান করেছেন বলে জানা গেছে। যার ফলে অপেক্ষমান শিক্ষকগন বঞ্চিত হলেন।
আজ এই একই বিষয় নিয়ে সরব হলো নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। কোচবিহার জেলা শাখার সম্পাদক শ্রী সুজিৎ দাস জানান- "আপনারা জানেন বর্তমানে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে চরম দুর্নীতি করছে রাজ্য সরকার ও তৃণমূল দল। শাসক ঘনিষ্ঠ অনেক শিক্ষক 2/3 টি স্কুলের ,প্রধান শিক্ষক পদের নিয়োগপত্র নিয়ে স্কুল পছন্দ করেছেন। এই দুর্নীতির প্রতিবাদে আজ কোচবিহার মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক এর কাছে ডেপুটেশন দেওয়া হল।'
বিস্তারিত দেখুন ভিডিওতে-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊