Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাখি বন্ধন উৎসবে মেতে উঠল ময়নাগুড়ি শহর

 
মধুসূদন রায়, ময়নাগুড়ি, ১৪ অগাস্টঃ আজ ময়নাগুড়ির গোটা নগর  জুড়ে দিনভর রাখি পূর্ণিমা  উৎসবে মেতেছে ময়নাগুড়ি নগরবাসী । ময়নাগুড়ি কলেজের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্র-ছাত্রী রাখি বন্ধন উৎসব পালন করেন। ময়নাগুড়ি থানা, ব্লক অফিস সহ সর্বত্র রাখী উৎসবে মেতে উঠেন তারা। 
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্র রবি রায় জানায় আজ আমরা জাতি ধর্ম ভেদাভেদকে ভুলে গিয়ে একে অপরের  সঙ্গে মিলিত হয়ে আজ  রাখি বন্ধন উৎসব পালন করি।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code