Latest News

6/recent/ticker-posts

Ad Code

বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর

নিউজ ডেস্কঃ  বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। ঘূর্ণবাতের প্রভাবে এই বৃষ্টির সম্ভাবনা বলে জানানো হচ্ছে। আজ বা আগামী কাল বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, আগামী বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। কলকাতায় এখনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস না দেওয়া হলেও, মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে।
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে , আগামী বৃহস্পতি এবং শুক্রবার আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে ওড়িশার উপকূলবর্তী এলাকায় ঘন্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।


(সংবাদ একলব্য এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে। )

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code