Latest News

6/recent/ticker-posts

Ad Code

নিগমনগর বোলবোম সমিতির পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বোম সেবা

অনুপম মোদক, নিগমনগর, ৩ আগস্টঃ  নিগমনগর  বোলবোম সমিতির  পরিচালনায় ও ব্যবস্থাপনায়  বাবাধাম যাত্রার  পর  আজ  নিগমনগর  বাজারে  এক বিরাট ধর্মীয়  অনুষ্ঠান ও বোম  সেবা অনুষ্ঠিত  হয়। প্রচুর  ভক্তবৃন্দের  সমাগম ঘটে।  সন্ধ্যা 7 ঘটিকা  থেকে  এক  বিরাট  ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।  শিল্পি মধুসূদন  আর্যের লোক গানে মেতে ওঠে নিগমনগর। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code