সংবাদ একলব্য, ১ আগস্টঃ নদীয়া জেলার ধুবুলিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন স্মাইল ইন্ডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ কৃষ্ণনগরের প্রাণকেন্দ্র বউবাজার বৃদ্ধাশ্রমে পালিত হলো ফল উৎসব। কৃষ্ণনগর ক্যাথিড্রাল চার্চের মাধ্যমে পরিচালিত হয় এই বৃদ্ধাশ্রম । থাকেন ৩০ জন আবাসিক। ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন রকমের ফল- আপেল, আঙুর, আনারস, শসা ইত্যাদি তাদের মধ্যে বিতরণ করা হয় সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিস সাবান, মাথার তেল, শ্যাম্পু,কলগেট । চার্চ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেল এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা মাঝে মাঝেই এখানে আসেন এবং আবাসিকদের বিভিন্ন জিনিস দিয়ে সহযোগিতা করেন। চার্চের পক্ষে সব করে ওঠা সম্ভব হয় না। এ প্রসঙ্গে সংস্থার কর্ণধার লক্ষণ ব্রম্ম বলেন "আমরা অনেক দিন ধরেই বিভিন্ন রকম সেবামূলক কাজে নিয়োজিত আছি । আর সহায় সম্বলহীন মানুষগুলোর জন্য আমাদের সদস্যরা যেভাবে এগিয়ে এসেছেন তাদের সাধুবাদ জানাই "। আবাসিকেরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই উৎসব সমাপ্ত করেন ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊