Latest News

6/recent/ticker-posts

Ad Code

ওকড়াবাড়ীতে ঈদের দিনেই স্ত্রীকে জবাই করলো স্বামী

সংবাদ একলব্য, ওকড়াবাড়ী, ১২ আগস্টঃ সোমবার ভোররাতে ওকড়াবাড়ীর বড় ফলিমারীর মাসুদ বিন জালাল নামে এক ব‍্যক্তি তার স্ত্রী সাবানা বিবিকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে খুন করে। এলাকার সুপরিচিত দুধু মাস্টার প্রাথমিক বিদ‍্যালয় শিক্ষকতা করতেন।
তারই পুত্র মাসুদ বিন জালাল। পার্শ্ববর্তী গ্রামের মেয়েকেই বিয়ে করেছিল মাসুদ। পবিত্র ঈদ উল আজহার দিনেই ঈদের নামাজ সম্পন্ন করার পর এলাকায় এই খবর ব‍্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কিছুদিন আগে স্বামী স্ত্রীর মধ‍্যে পারিবারিক বিবাদে জেরে স্ত্রী কিছুদিন বাবার বাড়িতে থাকে। গতকাল স্বামী মাসুদ তার স্ত্রীকে ঈদের অজুহাতে বাড়িতে নিয়ে এসে রাতে খুন করে। জানা গেছে, ছেলেটি ড্রাগ সহ অন‍্যান‍্য নেশায় আসক্ত ছিল। 

এই ঘটনার জেরে মৃতার বাড়ির লোকজন মেয়ের শ্বশুর বাড়ি অর্থাৎ মাসুদের বাড়িতে আক্রমন করে। বাড়িঘরে ভাঙচুর চালায়। গাড়ি, টিভি ইত‍্যাদি অন‍্যান‍্য মূল‍্যবান জিনিসপত্র ভাঙচুর করে। খবর পেয়ে পৌছায় পুলিশ। লাশ ময়নাতদন্তের জন‍্য পাঠিয়েছে। এলাকায় ব‍্যাপক চাঞ্চল‍্য ছড়িয়েছে এই ঘটনাজুড়ে। ঈদ উৎসব পালন না করেই জনতার ঢল বাড়ির চারিদিকে। শোকের ছায়া গোটা এলাকাজুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রনে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করেছে দিনহাটা থানা।

থমথমে পরিস্থিতে এলাকার লোকজন কিছুটা আতঙ্কেও রয়েছে। উপস্থিত জনতা জানায়, ছেলেটা বদমেজাজী ও নেশায় আসক্ত। দীর্ঘদিন দেখা মেলা দায় তার। সে রাতে জেগে থাকে কিন্তু দিনে ঘুমায়। স্ত্রীর ওপর মাঝে মাঝেই অত‍্যাচার করত। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযুক্ত স্বামী পলাতক।


Ad Code