Latest News

6/recent/ticker-posts

Ad Code

সেদ্ধডিম ১৭০০ টাকা!

সংবাদ একলব্য,১২ আগস্টঃ মুম্বাইয়ের ফোর সিজন হোটেলের ঘটনা। এই ফোর সিজন হোটেলের দুটি সেদ্ধ ডিমের দাম কত বা অমলেটের দাম কত? শুনলে আপনি ডিম খাওয়া ছেড়ে দেবেন।
হ‍্যাঁ সত‍্যি, ১৭০০ টাকা ধরা হয়েছে দুটি সেদ্ধ ডিমের দাম। ভাবাযায়! ১৭০০ টাকা। ফাইভ স্টার হোটেল বলে যা খুশি বিল করবে। কিছুদিন আগে রাহুল বোসকেও দুটি কলার দাম ধরা হয়েছিল ৪৪২ টাকা।সেই হোটেলটি ছিল জেভি মেরিওয়েট।
পরে অবশ‍্য রাহুল বোসের কাছে জেভি মেরিওয়েটের কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছে। কিন্তু পরে হোটেল এন্ড রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ম‍্যারিওয়েটের কাছে কৈফেয়ত চায়।কিন্তু এইক্ষেত্রে এখনো সবাই চুপ।কিন্তু বিলের ছবিটি স‍্যোশাল মিডিয়ায় পোস্ট করার পর নিমিষেই ভাইরাল হয়ে যায়।কার্তিক নামে সেই ব‍্যাক্তি লিখেছে, আন্দোলন করব?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code