রঞ্জিত ঘোষ , বাঁকুড়া ৫আগস্টঃ শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ থেকেই বাবার মাথায় জল ঢালার ভিড় দেখাযায় বাঁকুড়ার শিবমন্দির গুলিতে । প্রতি বছরের ন্যায় এবছরেও একই ছবি দেখা গেল বাঁকুড়ার এক্কেশ্বর , পীড়রাবনী , কেশিয়াড়া , ভুলুই , ফুলজামসহ শহর ও গ্রামের বিবিন্ন শিবমন্দির গুলিতে । পূর্ণার্থীদের থেকে জানাগেল নারী পুরুষ নির্বিশেষে কেউ শুশুনিয়া পাহাড়ের ঝর্ণা থেকে,  আবার কেউবা গ্যাংদুয়া ড্যাম্প থেকে , দামোদর নদী থেকে জল নিয়ে ঢালছে বাঁকুড়ার বিভিন্নপ্রান্তের শিব মন্দির গুলিতে জল ঢালতে ভিড় জমাচ্ছে।  দেখুন সেই ভিডিও-