সংবাদ একলব্য,১৩ আগস্টঃ রাত ৮ টা বিমল মন্ডল বারান্দায় বসে গরুর জন্য বিচালি কাটছেন। পাস থেকে একজন বললেন বাড়ি আছো বিমল কাকু? এমনি করে বাড়ি বাড়ি হাজির হচ্ছেন বিজেপির নদীয়া জেলার ধুবুলিয়া জেড পি ২৬ নং কর্মীবৃন্দ। তাদের সঙ্গে কথা বলে জানা গেল ৬ই জুলাই ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন থেকে সারা ভারতবর্ষ ব্যাপী বিজেপির সদস্যতা অভিযান চলছে। তারই অঙ্গ হিসেবে তারা বাড়ি বাড়ি গিয়ে নতুন সদস্য হওয়ার জন্য আহ্বান করছেন ।
রাতে কেন ? প্রশ্ন করতেই সদস্য পলাশ মন্ডল বললেন " সারাদিন মানুষ নিজেদের কাজে ব্যস্ত থাকেন, তাই তাদের নিত্যকর্মে যেন ব্যাঘাত না ঘটে তার জন্যই বিকেল থেকে রাত অবধি আমরা এ কাজে সামিল হয়েছি"।এই প্রসঙ্গে কৃষ্ণনগর ২নং ব্লকের জেড পি ২৬ এর যুব সভাপতি শ্রী প্রদীপ ঘোষ বলেন "তৃণমূলের মত ফোন করে কাউকে সমস্যা জানাতে বলছি না । বাড়ি বাড়ি ঘুরে মানুষের সমস্যা কি?সঙ্গে নতুন সদস্য পদ সাধারণ মানুষ যাতে গ্রহণ করতে পারেন সেজন্য নিজেদের নিয়োজিত রেখেছি।পশ্চিম বঙ্গের মধ্যে আমাদের এই ব্লকেই সবচেয়ে বেশি নতুন সদস্য হবে বলে আমরা আশা রাখি"।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊