সংবাদ একলব্য, ১৪ আগস্টঃ গতকাল বিজেপিতে যোগ দিয়েছেন কলকাতা পুরনিগমের দুবারের মেয়র এবং তৃণমূল বিধায়ক শোভন চট্টোপাধ্যায়। তাঁকে দলে টানতে পারা বিজেপির কাছে বড় পাওনা। এরমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, শোভন চট্টোপাধ্যায়ের অন্তভুর্ক্তি দলের শক্তি বাড়াবে, পাশাপাশি মমমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের অনেক নেতা এবং বিধায়কই গেরুয়া শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে মন্তব্য করেন তিনি। বুধবার নয়াদিল্লিতে গিয়ে পদ্ম শিবিরে নাম লেখান শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষ বলেন, “আমরা দলে শোভন চট্টোপাধ্যায়কে স্বাগত জানাচ্ছি। আগামী দিনে, তাঁর যোগদান দলকে আরও শক্তিশালী করবে”।
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন শোভন চট্টোপাধ্যায়। ২০১৮-এ তাঁকে কলকাতা পুরসভার মেয়র এবং রাজ্যের মন্ত্রীপদ থেকে সরিয়ে দেওয়া হয়। সম্প্রতি তাঁকে দলে ফিরিয়ে ফের সক্রিয় করে তুলতে উদ্যোগী হয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই পরিস্থিতিতে গেরুয়া শিবিরে নাম লেখালেন তিনি। এদিন দিলীপ ঘোষ বলেন, “আমাদের সঙ্গে অনেক তৃণমূল নেতা এবং বিধায়কই যোগাযোগ রাখছেন এবং খুব শীঘ্রই তাঁরা বিজেপিতে যোগ দেবেন”। রায়দিঘীর তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়ের বিজেপিতে যোগদান নিয়েও জল্পনা ছড়ায়। সেই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি জানান, কিছু সিদ্ধান্তের কারণে তা বাতিল করা হয়েছে। “তবে খুব শীঘ্রই তিনি বিজেপিতে যোগ দেবেন” বলে জানান গেরুয়া শিবিরের বঙ্গ ব্রিগেডের ক্যাপ্টেন।