Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফুটবল খেলায় জয়লাভ জামালদহ স্পোর্টস অ্যসোসিয়েশন




অসীম কর্মকার, জামালদহ, ৫অগাস্ট ২০১৯ঃ গতকাল ৪ঠা জুলাই জামালদহ তুলসীদেবী হাই স্কুলে একটি আট দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। উক্ত টুর্নামেন্টে ফাইনালে উঠে জামালদহ স্পোর্টস অ্যসোসিয়েশন এবং গিলাডাঙা একাদশ। গিলাডাঙা একাদশকে ট্রাইবেকারে ৪-৩ গোলে পরাজিত করে জামালদহ স্পোর্টস অ্যসোসিয়েশন। ম্যাচের সেরা হন বিজয়ী দলের ধনি শঙ্কর বর্মন। টুর্নামেন্টের সেরা হয় ঋজু বৈদ্য মোট ৫ গোল দেন। মুক্তচিন্তা আয়োজিত এই  টুর্নামেন্টে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান গীতা বর্মন, প্রাক্তন প্রধান শিক্ষক খোকন নিয়োগী ও অন্যান্য বিশিষ্ট জনেরা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code