মধুসূদন রায় ময়নাগুড়ি, ১৫ই অগাস্ট : আজ ময়নাগুড়ি ব্লকের ৩১ নম্বর জাতীয় সড়ক  নিরেন্দ্রপুর গ্রামের টেকাটুলি বাজারে ৭৫ ফিট জাতীয় পতাকা নিয়ে রাস্তায় র‍্যালি করে পল্লী উন্নয়ন যুব সংঘ।
পল্লী উন্নয়ন যুব সংঘের সদস্য জয়কিশোর রায় জানান 'আজ আমরা সকাল ৯টার সময় স্বাধীনতা দিবসকে উপলক্ষ্য করে টেকাটুলি বাজারে ৭৩ ফিট ভারতীয় জাতীয় পতাকা নিয়ে পথ র‍্যালি করি।
আমাদের সহযোগিতার হাত বাড়িয়েছে টেকাটুলি বাজারের নগরবাসী  ও পল্লী উন্নয়ন যুব সংঘের সকল  সদস্যরা।
বিস্তারিত দেখুন ভিডিওতে-