মৃগাঙ্ক সরকার,২আগস্ট,দিনহাটাঃএই বছরের গত মার্চ মাস নাগাদ শুরু হয় উত্তরবঙ্গের রাজবংশী ভাষায় তৈরী ছবি "বিহান"- এর শুটিং।ছবির পরিচালক সৌরভ সাহা জানান ২০১৭ নাগাদ তিনি এই ছবির পরিকল্পনা করেন কিন্তু উত্তরবঙ্গে যথেষ্ট প্রযোজকের অভাবে ছবির কাজ দীর্ঘদিন বন্ধ থাকে। তারপর ছবির স্ক্রিপ্ট তৈরি করার পর তারা সিদ্ধান্ত নেন ছবিটিকে ক্রাউড ফান্ডিং সিনেমা হিসেবেই করা হবে এবং সেই পরিকল্পনাতেই তাদের কাজ শুরু হয়।
আজ ছবিটির কাজ শেষ হলো।গত সাত দিন ধরে ছবির পরিচালক তথা সমস্ত টিম মেম্বারের সম্মিলিত প্রচেষ্টায় ছবিটির শুটিং সম্পন্ন হল ।এর আগে ছবির প্রায় ৩০শতাংশ দৃশ্য তারা ক্যামেরাবন্দি করেছিলেন এবং বাকি কাজ এই সপ্তাহে সম্পূর্ণ হলো গোসানীমারি রাজপাট ও সংলগ্ন অঞ্চলে।
ছবিটি অন্যান্য সিনেমা গুলো থেকে একটু আলাদা বলে জানান ছবির কার্যকর্তারা। কারণ চলতি সিনেমাগুলোর মধ্যে নায়ক নায়িকার মধ্যে যে ভালোবাসার সম্পর্ক প্রতিফলিত হয় তাকে ব্যতিরেকেই তৈরি হয়েছে বিহান। গ্রাম বাংলার অতি সহজ সরল দুই ভাই বোনের মধ্যেকার ভালোবাসার সম্পর্ককেই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তাই সকলেই মনে করছেন তাদের এই ছবিটি দর্শকের কাছে আলাদা রকম সাড়া পাবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊