Latest News

6/recent/ticker-posts

Ad Code

গান্ধীর চোখ লাল! ব্যাপক চাঞ্চল্য!

সংবাদ একলব্য, ১২ আগস্টঃ ১৯৮৮ সালে গান্ধী মেমোরিয়াল আন্তর্জাতিক সংগঠন উপহার দিয়েছিল সনফ্রান্সিসকোকে এই গান্ধী মূর্তি। এই গান্ধী মূর্তিকেই বিকৃত করা হল। গান্ধীর চোখে লাল আলো সবাই দেখে অবাক।সাধারণ মানুষ ও কমিশন দেখে হতভম্ব। সানফ্রান্সিসকোর ব্রিজের কাছে কৃষিবাজার সংলগ্ন এলাকায় ব্রোঞ্জের গান্ধীমূর্তির চোখে লাল এলইডি লাগায় দুষ্কৃতীরা। আর এ ছবি শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়।
তদন্ত চলছে,দুষ্কৃতীকে ধরার। এর আগেও এই মূর্তি ভাঙচুর করা হয়েছিল,তারপর চশমা চুরি করা হয়েছিল বলে জানা যায়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code