Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটা কলেজে ভর্তি ফি কান্ডে অধ্যক্ষের ভূমিকাকে নিন্দা জানালেন ছাত্র-শিক্ষক-অভিভাবক ঐক্য মঞ্চ

সংবাদ একলব্য, ২৬ আগস্টঃ 'দীর্ঘ কয়েকদিনের বিভিন্ন ঘটনায় দিনহাটা কলেজে ছাত্রছাত্রী সহ সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছেন কলেজ অধ্যক্ষের উপস্থিতিতে। এমনকি এইসকল ঘটনা তাঁর সামনে ঘটলেও তিনি ছিলেন নিরব দর্শকের ভূমিকায়'- এমনই একাধিক অভিযোগ এনে আজ দিনহাটার ছাত্র-শিক্ষক-অভিভাবক ঐক্য মঞ্চ' দেখা করেন দিনহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী অমিতাভ দত্তের সাথে। 
ঐক্য মঞ্চের প্রতিনিধি শ্রী বীরেন্দ্র নারায়ণ চক্রবর্তী জানান-" আমরা ছাত্র - শিক্ষক - অভিভাবক ঐক্য মঞ্চ , বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত জানতে পেরেছি ছাত্ররা সেমিস্টার ফি কমানাে ও মাদার ক্লাস রুটিনের দাবিতে কলেজে গনতান্ত্রিক ভাবে আন্দোলনরত অবস্থায় অধ্যক্ষের রুমের অদূরে আক্রান্ত হয়েছে, একজন ছাত্রী মার খেয়েছে ও সংবাদমাধ্যম হেনস্তার শিকার হয়েছে । আমরা এ ঘটনার তীব্র নিন্দা করছি এবং আক্রমকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানাচ্ছি । কলেজে অধ্যক্ষের ভরসায় আমরা অভিভাবকরা ছাত্র - ছাত্রীদের পাঠাই কিন্তু বিভিন্ন স্যোশাল মিডিয়ায় আমরা দেখলাম উনার উপস্থিতিতে কলেজ পরিচালন সমিতির সভাপতি যেভাবে অবস্থানরত ছাত্র - ছাত্রীদের সেমিস্টার ফি কমানাে গনতান্ত্রিক আন্দোলনকে নাটক বলেছেন ও অধ্যক্ষের একাংশ স্টাফদের সহযােগিতায় জোরপূর্বক অবস্থান তুলেতে বাধ্য করেছেন তার তীব্র নিন্দা করছি।" 
এই বিষয়ে আজ ছাত্র-শিক্ষক-অভিভাবক ঐক্য মঞ্চ ভারপ্রাপ্ত অধ্যক্ষের হাতে একটি স্মারকলিপি তুলে দেন।

বিস্তারিত শুনুন ভিডিওতে-

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code