সংবাদ একলব্য, ২৬ আগস্টঃ 'দীর্ঘ কয়েকদিনের বিভিন্ন ঘটনায় দিনহাটা কলেজে ছাত্রছাত্রী সহ সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছেন কলেজ অধ্যক্ষের উপস্থিতিতে। এমনকি এইসকল ঘটনা তাঁর সামনে ঘটলেও তিনি ছিলেন নিরব দর্শকের ভূমিকায়'- এমনই একাধিক অভিযোগ এনে আজ দিনহাটার ছাত্র-শিক্ষক-অভিভাবক ঐক্য মঞ্চ' দেখা করেন দিনহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী অমিতাভ দত্তের সাথে। 
ঐক্য মঞ্চের প্রতিনিধি শ্রী বীরেন্দ্র নারায়ণ চক্রবর্তী জানান-" আমরা ছাত্র - শিক্ষক - অভিভাবক ঐক্য মঞ্চ , বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত জানতে পেরেছি ছাত্ররা সেমিস্টার ফি কমানাে ও মাদার ক্লাস রুটিনের দাবিতে কলেজে গনতান্ত্রিক ভাবে আন্দোলনরত অবস্থায় অধ্যক্ষের রুমের অদূরে আক্রান্ত হয়েছে, একজন ছাত্রী মার খেয়েছে ও সংবাদমাধ্যম হেনস্তার শিকার হয়েছে । আমরা এ ঘটনার তীব্র নিন্দা করছি এবং আক্রমকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানাচ্ছি । কলেজে অধ্যক্ষের ভরসায় আমরা অভিভাবকরা ছাত্র - ছাত্রীদের পাঠাই কিন্তু বিভিন্ন স্যোশাল মিডিয়ায় আমরা দেখলাম উনার উপস্থিতিতে কলেজ পরিচালন সমিতির সভাপতি যেভাবে অবস্থানরত ছাত্র - ছাত্রীদের সেমিস্টার ফি কমানাে গনতান্ত্রিক আন্দোলনকে নাটক বলেছেন ও অধ্যক্ষের একাংশ স্টাফদের সহযােগিতায় জোরপূর্বক অবস্থান তুলেতে বাধ্য করেছেন তার তীব্র নিন্দা করছি।" 
এই বিষয়ে আজ ছাত্র-শিক্ষক-অভিভাবক ঐক্য মঞ্চ ভারপ্রাপ্ত অধ্যক্ষের হাতে একটি স্মারকলিপি তুলে দেন।

বিস্তারিত শুনুন ভিডিওতে-