লিপি ঘোষ(হালদার)
কলকাতা
গেরুয়া-সাদা-সবুজ- মাঝে অশোকচক্র-- দেশের উজ্জ্বল পতাকা চোখের সামনে। না, বাতাসে উড্ডীয়মান নয়- নেই সেই সংগ্রামী হাওয়া।এ যে ডিজিটাল ভারতের ডিজিটাল পতাকা! পৌঁছে যাচ্ছে দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্তে- এক নিমেষে- স্বাধীনতার শুভেচ্ছা বিনিময়।এভাবেই ত্রিবর্ণরঞ্জিত হচ্ছে দেশ তথা দেশবাসীর মন- ডিজিটাল ঐক্যবন্ধন!
বিদেশী শাসনের প্রতিবাদে,কত বীরপ্রাণের বহুদিনের সংগ্রামের পর ১৯৪৭র ১৫ই আগস্ট বৃটিশ শাসনমুক্ত হয়েছিল যেদেশ- বৈচিত্র্যের মাঝে ঐক্যের সেদেশ আজ একবিংশ শতকের ডিজিটাল ভারতবর্ষ বিদেশী প্রভাবমুক্ত হতে পারেনি।পারেনি ভেদাভেদ দূর করে হিংসামুক্ত হতে।মহামিলনের সেই ঐতিহ্য ক্ষুণ্ণ রাজনৈতিক দলাদলিতে।প্রযুক্তি যতই এগোক,মনের অগ্রগতি ব্যাহত।চিন্তাভাবনাহীন স্বাধীন মানুষ ডুব দিচ্ছে স্বাধীনতার সুখসমুদ্রে- যেখানে একলহমায় সব হাতের মুঠোয়। দেখতে হচ্ছে না বিদেশীদের রক্তচক্ষু।আর নেই সেই মহান্ বিপ্লবীদের আদর্শ। যে বীর শহীদদের রক্তক্ষয়ী সংগ্রামের ফসল আমরা ভোগ করছি,সেই মৃত্যুঞ্জয়ী দেশপ্রেমীদের সম্মান জানাতে প্রযুক্তির ব্যবহার যথেষ্ট নয়,চাই দেশের প্রতি আবেগ-অনুভূতি-দেশভাবনা,তবেই হবে দেশোন্নয়ন,তাতেই বাড়বে দেশের গৌরব।
1 মন্তব্যসমূহ
বর্তমান সময়ের উপযোগী উদ্যোগ ও প্রতিযোগীতা। সাফল্য লমন করি।
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊