Latest News

6/recent/ticker-posts

Ad Code

ডিজিটাল ভারত এবং স্বাধীনতা




বটু কৃষ্ণ হালদার
কবর ডাঙ্গা, কলকাতা

ডিজিটাল ভারত মানে আধুনিক ভারত। অত্যাধুনিক যন্ত্র পাতির সাহায্যে বেশি উৎপাদন। বিশ্ব আজ তালুবন্দি। যুদ্ধের দামামা সাজিয়ে ঘরে ঘরে প্রতিযোগিতার লড়াই, সময়কে কিনে নেবার প্রয়াস। কে কার কাঁধের উপর ফেলবে দীর্ঘশ্বাস। লাগামহীন সময়ের পিছনে মানুষ ছুটছে যুগান্তরের ঘূর্ণপাকে। তাই আজ মানুষ একে অপরের তরে বিশ্বাস হারিয়েছে। অথচ কর্মযোগী বীর বিবেকানন্দ বলেছিলেন "মানুষের উপর বিশ্বাস হারানো পাপ"। বীর বিক্রমের যুগে বাণী গুলি শুধুই দুই কানে শুনি। বিশ্লেষণ করার সময় কার কাছে আছে এখন। ভারত বর্ষের ভাগ্যেরপাল্লা ঝুঁকে গেছে বিদেশি বিলগ্নি করণের দুয়ারে। মানুষ হারিয়ে ফেলছে সামাজিক ভারসাম্য। তাই স্বাধীনতা আজ বিপন্ন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code