দীপ রায়,১৪ আগস্টঃ ভাসমান বাজার বলার সঙ্গে সঙ্গেই ডাল লেকের কথাই সবার মনে পড়ে। বাংলাদেশের ঝালকাঠির ভিমরুলি নামক স্থানে বসছে  এই ভাসমান বাজার। অবাক করার মতো বিষয় হলো- প্রায় ৫৫টি গ্রাম নিয়ে একটি পেয়ারা বাগান। 
উৎপাদিত পেয়ারা বিক্রির একমাত্র ভরসা এই ভাসমান বাজার ।প্রতিদিন শত শত নৌকা ভাসে এখানে। ট্রলারে করে এই পেয়ারা পাইকারি ব্যবসায়ীরা বিক্রির জন্য নিয়ে যান ।এর পাশেই  তৈরি হচ্ছে লেক ভিউ ইকোপার্ক। যার মাধ্যমে এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ মিলবে। ভ্রমণ পিপাসু মানুষ আসেন এই ভাসমান বাজার দেখার জন্যে।