Latest News

6/recent/ticker-posts

Ad Code

ড:কল্লানী পোদ্দার শোকজ করলেন ৪ প্রাথমিক শিক্ষককে

আরিফ হোসেন, কোচবিহার, ৩ অগাস্টঃ শুক্রবার দুপুর প্রায় ১২টা নাগাদ কোচবিহার ৪নং ওয়ার্ডের সুইডিস মিশন ও তারাশঙ্কর বিদ্যাপিঠে হাজির হন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ড:কল্লানী পোদ্দার। তখনও বিদ‍্যালয়ে এসে পৌছায়নি সকল শিক্ষক-শিক্ষিকারা, বিদ‍্যালয়ের বারান্দায় বসে আছে ছাত্র-ছাত্রীরা। তারাশঙ্কর বিদ‍্যাপীঠে কোনো শিক্ষক শিক্ষিকাই ছিলেন না। অপর বিদ‍্যালয়ে দুইজন শিক্ষক থাকায় ওনারা বিদ‍্যালয় ছুটি দিয়ে দেন বলে জানা গেছে। তবে যারা অনুপস্থিত ছিল তারা আগে থেকে কোনো ছুটি নেইনি। হঠাৎই অনুপস্থিত।  তাই এই দুই বিদ‍্যালয় মিলে মোট ৪জন শিক্ষককে শোকজ নোটিস করেন তিনি। স্থানীয় এলাকাবাসীদের কাছে জানা যায়, এটা শুধু আজকের দিনের ঘটনাই নয়, মাঝে মাঝে এরুপ অবস্থা দেখা যায়। মাননীয়া মূখ‍্যমন্ত্রী প্রাথমিক সরকারী বিদ‍্যালয় গুলির শিক্ষার হার ফেলাতে একাধিক সুযোগ সুবিধা, প্রকল্পের ব‍্যবস্থা করছেন। তারপরেও শিক্ষকদের এরুপ গাফিলাতির জন‍্য বিদ‍্যালয়ের পরিবেশ নষ্ট হয়ে গেলে পর্ষদ কঠোর পদক্ষেপ নেবে বলে জানায় জেলা প্রাথমিক শিক্ষ্যা সংসদের চেয়ারম্যান ড:কল্লানী পোদ্দার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code