মিঠুন শর্মা, দিনহাটা, ১৬ আগস্টঃ আজ বিকাল ৪ টায়, সাহেবগঞ্জে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে বিরাট মহামিছিল করে বিজেপির কর্মি-সমর্থক । উপস্থিত ছিলেন যুব মোর্চার সভাপতি প্রদীপ কুমার বর্মন, সহ সভাপতি সঞ্জীব সরকার,25 মণ্ডল সম্পাদক , মানিক মাদক,25 মণ্ডল সহ সভাপতি, বিশ্ব মাদক,জেলা সদরসহ, দুলাল সরকার,জেলা সদরসহ, 25 zp কিষান মোর্চা সভাপতি রামকৃষ্ণ বর্মন , 26 Zp সভাপতি, কল্যাণ সরকার , মহিলা মোর্চা সভানেত্রী 25 Zp ষষ্ঠী বর্মন ,সাহেবগঞ্জ অঞ্চল 3 শক্তি প্রমুখ , প্রত্যেক বুথের বুথ সভাপতি। বিস্তারিত শুনুন ভিডিওতে-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊