সংবাদ একলব্য, ৩ আগস্টঃ পশ্চিমবঙ্গের সরকার পোষিত ও সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলের মাধ্যমিক স্তরের জন্য নিযুক্ত পাস গ্র্যাজুয়েট শিক্ষক গন রোপা ২০০৯ এ চূড়ান্ত বেতন বৈষম্যের শিকার বলে অভিযোগ উঠেছে বারবার। সর্ব ভারতীয় স্তরে ষষ্ঠ কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী (যা রোপা ২০০৯ এর সমতুল্য ) যেখানে ট্রেন্ড গ্র্যাজুয়েট ক্যাটেগরী শিক্ষক দের পে স্কেল ৯৩০০-৩৪৮০০, গ্রেড পে - ৪৬০০টাকা দেওয়া হয় সেখানে পশ্চিমবঙ্গের এই ক্যাটেগরী শিক্ষক দের(পশ্চিমবঙ্গে এদের পাস গ্র্যাজুয়েট ক্যাটেগরী শিক্ষক বলা হয়) পে স্কেল ৭১০০-৩৭৬০০, গ্রেড পে ৪১০০টাকা দেওয়া হয়। অথচ পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক দের ক্ষেত্রে সর্বভারতীয় স্তরের সঙ্গে সাযুজ্য যুক্ত পে স্কেল ও গ্রেড পে দেওয়া হয়েছিল। আরো অভিযোগ যে সর্বভারতীয় স্তরে একজন পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক ও ট্রেন্ড গ্র্যাজুয়েট শিক্ষকের বেসিক পে তে পার্থক্য ছিল ১০১০টাকা সেই পার্থক্য পশ্চিমবঙ্গে ৩২১০টাকা রাখা হয়। এই বৈষম্যের বিরুদ্ধে গ্র্যাজুয়েট ক্যাটেগরী শিক্ষক দের সংগঠন বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স এসোসিয়েশনের করা মামলা মাননীয়া বিচারপতি মৌসুমী ভট্টাচার্য্য এর এজলাসে চারদিন শুনানি হয়। মাননীয়া বিচারপতি ২২ শে জুলাই রায় প্রদান করতে গিয়ে জানান যে এটা প্রমাণিত যে রাজ্যের পাস গ্র্যাজুয়েট শিক্ষক গন সর্ব ভারতীয় স্তরের ট্রেন্ড গ্র্যাজুয়েট ক্যাটেগরী শিক্ষক দের সঙ্গে সাযুজ্য যুক্ত পে স্কেল ও গ্রেড পে দেওয়া হয় নি।
রাজ্য কমিটির সদস্য পুলক সরকার জানান,"আমরা আগামী ১৬ তারিখ অব্দি অপেক্ষা করবো।সরকার যথাযথ ব্যবস্থা না নিলে, উচ্চতর আদালতের পথ তো খোলাই আছে। ওখানেই দেখা হবে।" দীপান্বিতা সামন্ত ,রাজ্য কমিটির সদস্যা জোর গলায় বলেন,"যদি ১৬ আগস্ট এর মধ্যে আমাদের ন্যায্য দাবী যা হাইকোর্ট মান্যতা দিয়েছে,তা না মানা হয়,তাহলে ১৯ তারিখ থেকে কলকাতার রাজপথ স্তব্ধ করে দেবো আমরা। "
আগামী আগস্ট মাস থেকে শিক্ষকদের আগস্ট আন্দোলন শুরু হতে যাচ্ছে বলেই দিনহাটার শিক্ষক সংগঠন সূত্রে খবর। আজ বি.জি.টি.এ দিনহাটা ব্লক মিটিং এবং কন্ট্রিবিউশন ক্যাম্প এর ব্যবস্থা করে দিনহাটার সোনী দেবী জৈন হাইস্কুলে, দুপুর ২ টায়। দিনহাটা ১ এবং ২ নং ব্লকের সমস্ত পাস গ্র্যাজুয়েট শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে আজকের বৈঠকে কি কি সিদ্ধান্ত গৃহিত হয় জানতে ভিডিওটিতে ক্লিক করুন -
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊