আরিফ হোসেন,বুড়িরহাট, ৩রা অগাস্ট : মূখ‍্যমন্ত্রীর ঘোষনা করা কাটমানির ফেরতের ডাকে এবার এক সুর মিলিয়ে বুড়িরহাট ২নং গ্রাম পঞ্চায়েত উপপ্রধান তাপসী বর্মন আজ গ্রামবাসীদের কাটমানির টাকা ফেরত দিলেন। নির্মল বাংলা, একশো দিনের কাজ এছাড়াও অন‍্যান‍্য কাজের জন‍্য যে সমস্ত কাটমানি ছিল গ্রাম বাসীদের আজ সেই টাকা ফেরত দিলেন নিজ বাসভবনে। উপস্থিত ছিলেন বাপ্পা বর্মন, বাবলু দাস, দেবব্রত বর্মন, মিলন ঘোষ সহ আরো অনেকে। কাটমানির টাকা পেল কাশীনাথ দাস, বাসী দাস, আনন্দ বর্মন সহ মোট ১২০ জনকে প্রায় ২লক্ষ টাকা ফেরালেন তিনি। কাটমানির টাকা ফেরত পেয়ে গ্রামবাসীরা খুশি। দেবব্রত নামে একজন স্থানীয় বাসিন্দা জানায়, "কাটমানির টাকা ফেরত পেয়ে গ্রামবাসীরা যথেষ্ট খুশি। এরুপ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা।"