সংবাদ একলব্য, ১৯ আগস্ট: প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলিকে গতকাল দিল্লীর এইমস হাসপাতালে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে। কিডনি ও হৃদরোগের সংক্রমন নিয়ে গত ৯ আগস্ট থেকে হাসপাতালে ভর্তি ছিলেন জেটলি। কয়েকদিন চিকিৎসায় সারা দিলেও শনিবার রাতে তাঁর অবস্থার অবনতি হতে থাকে। ওনার শারীরিক অবস্থা এখনো এতটাই খারাপ যে, ওনাকে এখন ভেন্টিলেটর থেকে বের করে Extracorporeal membrane oxygenation ( ECMO ) তে রাখা হয়েছে।
গতকাল সকালে তাকে দেখতে যান কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও RSS প্রধান মোহন ভগবৎ। সন্ধ্যায় এসেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।