সংবাদ একলব্য,২ আগস্টঃ  সাহসী ও নিরপেক্ষ সাংবাদিকতার জন্য ২০১৯ সালের ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রবীশ কুমার। দীর্ঘ কয়েক দশক ধরে সাংবাদিকতার জগতে নিজের জায়গা করেছেন রবীশ। প্রাইম টাইম সাংবাদিকতায় তাঁর শ্রোতার সংখ্যা অনেক। আর তাই এশিয়ার সেরা সাংবাদিকের স্বীকৃতি হিসেবে রামোন ম্যাগসাইসাই পুরস্কারে ভূষিত হলেন তিনি।
সম্মান জ্ঞাপক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাইম টাইমে রবীশ যে ধরণের মানুষদের কথা বলেছেন বা তুলে ধরেছেন, তার প্রভাব পড়েছে সমাজে। কেউ যাদের হয়ে মুখ খোলেননি, তাঁদের নিজের সাংবাদিকতার মাধ্যমে তুলে ধরেছেন রবীশ। সাধারণ মানুষের মুখের ভাষা হয়ে উঠেছেন তিনি। আর এখনেই তাঁর সাফল্য। তাই তাঁকে এই সম্মান দেওয়া হয়েছে। তাঁর বিশ্লেষণেরও প্রশংসা করা হয়েছে সংস্থার তরফে। জানানো হয়েছে, নিরপেক্ষ ও নির্ভীক সাংবাদিকতা কাকে বলে, তা দেখিয়ে দিয়েছেন এই বর্ষীয়ান সাংবাদিক।