অর্ক ভট্টাচার্য্য, ইন্দাস, ১০অগাস্ট ২০১৯ঃ ইন্দাস মহাবিদ্যালয় বাংলা বিভাগের পক্ষ থেকে একটি রবীন্দ্র উদ্ধৃতি প্রদর্শনীর আয়োজন করা হয়। আজ সেই প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন ইন্দাস মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তথা বিভাগীয় প্রধান ড. তাপস রায় মহাশয়। উদ্বোধনী মুহূর্তে উপস্থিত ছিলেন ইন্দাস মহাবিদ্যালয়ের নানা বিভাগীয় অধ্যাপক ও অধ্যাপিকাবৃন্দ এবং বিভিন্ন সেমিস্টারের ছাত্র-ছাত্রীরা। প্রদর্শনীর কক্ষের ভিতর রবীন্দ্র সঙ্গীত এর প্রবাহ মানতা এক মনোরম পরিবেশ সৃষ্টি করে। বিভাগীয় ছাত্রছাত্রীরা রবীন্দ্র উদ্ধৃতি সম্পর্কে অপরাপর বিভাগীয় ছাত্রছাত্রীদের নানা ব্যাখ্যা করেন। অধ্যাপক অধ্যাপিকারা ছাত্রছাত্রীদের এই ধরনের উদ্যোগ এর ভূয়সী প্রশংসা করেন, এবং অন্যান্য বিভাগীয় ছাত্রছাত্রীরা এই প্রদর্শনী কক্ষে এসে অনেকটা সময় কাটিয়ে যায়। তারা জানায় রবীন্দ্র উদ্ধৃতি প্রদর্শনীর কক্ষে এসে তারা নিজেরা আপ্লুত, উদ্যোগী বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা বলেন এই ধরনের প্রচেষ্টা তারা মহাবিদ্যালয়ের পাঠাগার কক্ষে অনুষ্ঠিত করতে পেরে খুবই আনন্দিত।


ইন্দাস মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. তাপস রায় মহাশয় বলেন, "এটি ছাত্রছাত্রীদের সত্যিই অভিনব পরিকল্পনা। নিজেদের প্রচেষ্টায় তারা এই ধরনের উদ্যোগ নেওয়ায় আমরা সকলেই খুব আনন্দিত। আশা রাখি জীবন চলার পথে ছাত্রছাত্রীরা রবীন্দ্রনাথের উদ্ধৃতি মেনে চলার চেষ্টা করবে।"