অমিত সিনহা,২আগস্টঃ পয়লা আগস্ট থেকেই ফের কমল  রান্নার গ্যাসের দাম, জানা গিয়েছে, আন্তর্জাতিক  বাজারে তরল এলপিজির দাম কমায় গ্যাসের দাম কমেছে। জুলাই মাসে প্রতি সিলিন্ডারে কমেছিল ১০০.৫০ টাকা, অগাস্টের শুরুতেই আরও ৬২.৫০ টাকা কমেছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে  সিলিন্ডার প্রতি ৬৩৭টাকা থেকে কমে দাঁড়াল ৫৭৪.৫০টাকা।