সংবাদ একলব্য,১৬আগস্টঃ ছাত্রদের "সেমিস্টার ফি কমানোর " দাবী না মেনে সেমিস্টারে ভর্তি নির্দেশিকা দেওয়ায় SFI নেতৃত্বে দিনহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ঘেরাও অবস্থান বিক্ষোভ শুরু হল অনির্দিষ্ট কালের জন্য।
দিনহাটা কলেজে অস্বাভাবিক হারে ফি বৃদ্ধি ঘটে চলেছে। যার ফলে সাধারন ছাত্রছাত্রীদের পড়াশুনা চালিয়ে যাওয়া কষ্টসাধ্য হয়ে পরেছে। এর প্রতিবাদে ভারতের ছাত্র ফেডারেশন, দিনহাটা কলেজ ইউনিট, সাধারন ছাত্রছাত্রীদের এই জ্বলন্ত সমস্যা নিয়ে আজ দিনহাটা কলেজে এই বিক্ষোভ সমাবেশ বলে জানিয়েছেন কনভেনার সঞ্জিব কর্মকার। তিনি আরও জানান-
"আমরা ভারতের ছাত্র ফেডারেশন, দিনহাটা কলেজ ইউনিট বিগত ২৪শে এপ্রিল প্রথম বার দিনহাটা কলেজের লাগামছাড়া সেমিস্টার ফি কমানোর দাবী সহ অন্যান্য দাবী অধ্যক্ষ মহাশয় কে ডেপুটেশন দিয়েছিলাম। তারপর আরো তিনবার সেমিস্টার ফি কমানোর দাবি ডেপুটেশন দেই। একই দাবীতে গত ৭ ই আগস্ট কলেজ প্রতীকী অবস্থান বিক্ষোভ হয় কিন্তু কলেজ কর্তৃপক্ষ আমাদের দাবীতে কোনো রকম কান না দিয়ে সেমিস্টার ফি না কমিয়ে সেমিস্টার ফি জমা দেয়ার তারিখ ঘোষনা করে দেয়। এবং ছাত্রছাত্রীরা যাতে আন্দোলন না করতে পারে তার জন্য ছাত্র ছাত্রীর গণতান্ত্রিক অধিকার বিরোধী নির্দেশিকা জারি করে। আমরা অবিলম্বে সেমিস্টার ফি কমানো, অনলাইন সেমিস্টার ফি জমা দেওয়ার পদ্ধতি আপাতত বন্ধ করে করার দাবী জানিয়ে অনির্দিষ্ট কালের জন্য দিনহাটা কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অনির্দিষ্ট কালের জন্য ঘেরাও অবস্থান যেতে বাধ্য হলাম"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊