সংবাদ একলব্য,২৭অগাস্ট : ফের বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ মুখ্যমন্ত্রীর দিঘা সফরের পর দিলীপ ঘোষের মেচেদা সফর ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷ দলীয় সভা থেকেই পুলিশ ও তৃণমূলকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের৷
পুলিশ ও তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষের মন্তব্য, ‘‘আমার নামে একাধিক খুনের মামলা দেওয়া হয়েছে৷ আমি যদি একবার খুন শুরু করি, তাহবে বংশ লোপাট হয়ে যাবে৷ সন্তানদের মুখ কাউ দেখতে পারবে না৷’’ এখানেই থেমে না থেকে দিলীপ ঘোষের আরও মন্তব্য, ‘‘আমি এখনও মারিনি৷ যেদিন খুন করতে শুরু করব, সেদিন বুঝতে পারবেন৷ কাউকে জেলে যেতে দেব না৷ আমাকে মেরেছে, খুনের চেষ্টা করেছে, ফোনের হুমকি দিয়েছে৷ আমি কাউকে খুন করিনি৷ আমি যদি খুন করতে শুরু করি, খুঁজে পাবে না৷ তোমার বাড়ির লোক তোমার মুখে আগুন দিতে পারবে না৷’’
দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক৷
[সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, এটি নিউজফিড থেকে প্রাপ্ত এবং ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত।]
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊