Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোন্নগরে ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিগ্রহের প্রতিবাদে দিনহাটা কলেজের S.F.I.

সংবাদ একলব্য, ২৯ জুলাইঃ কোন্নগরে হিরালাল কলেজের অধ্যাপক সুব্রত ভট্টাচার্যের ওপর তৃনমূল ছাত্র পরিষদ ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহম্মদ কাফির ওপোর  আক্রমনের প্রতিবাদে দিনহাটা কালেজের অধ্যাপক ও শিক্ষাকর্মী দের কালো ব্যাচ পরিয়ে প্রতিবাদ জানালো SFI এর দিনহাটা কলেজ ইউনিট।  আজ SFI দিনহাটা কলেজ   ছাত্র নেতৃত্বরা জানায় তৃনমূল সরকারের আমলে কলেজে ছাত্র, শিক্ষাকর্মী, অধ্যাপক কেউ সুরক্ষিত নয়।  তারা এই দুই ঘটনায় অভিযুক্ত দের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানায়।

বিস্তারিত দেখুন ভিডিওতে-

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code