Latest News

6/recent/ticker-posts

Ad Code

গ্রামীণ মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপ! সাহেবগঞ্জ বিডিও চত্বরে চালু হলো ‘সৃষ্টিশ্রী স্টল’

গ্রামীণ মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপ! সাহেবগঞ্জ বিডিও চত্বরে চালু হলো ‘সৃষ্টিশ্রী স্টল’, মিলবে হাতের তৈরি সামগ্রী

Srishtishree Stall, Sahebganj BDO Office, Dinhata II Block, Nitish Tamang, Women Empowerment, Self Help Group Products, SHG, Cooch Behar News, Rural Economy, সৃষ্টিশ্রী স্টল, স্বনির্ভর গোষ্ঠী, দিনহাটা।


দিনহাটা, নিজস্ব সংবাদদাতা: গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে এবং মহিলাদের স্বনির্ভরতার দিশা দেখাতে এক অভিনব উদ্যোগ নেওয়া হলো কোচবিহারের দিনহাটায়। সোমবার দুপুরে দিনহাটা ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জ বিডিও অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ‘সৃষ্টিশ্রী স্টল’ (Srishtishree Stall)। ফিতে কেটে এই বিপণন কেন্দ্রের শুভ সূচনা করেন দিনহাটা ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO) নীতিশ তামাং।

মূলত গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীর (SHG) মহিলাদের উৎপাদিত পণ্য সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই স্টলটি তৈরি করা হয়েছে। ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, এই স্টলটি পরিচালনার সম্পূর্ণ দায়িত্বে থাকছে স্থানীয় 'সাহেবগঞ্জ সংঘ'।

এদিন উদ্বোধনের পর বিডিও নীতিশ তামাং জানান, "এই পরিকাঠামোটি বেশ কিছুদিন আগেই তৈরি হয়েছিল, আজ আনুষ্ঠানিকভাবে সেটির উদ্বোধন করা হলো। গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর দিদিরা ব্যাংক থেকে ঋণ নিয়ে বা নিজস্ব উদ্যোগে বাড়িতে বসে নানা ধরনের হস্তশিল্প, ঘর সাজানোর সামগ্রী এবং খাদ্যদ্রব্য তৈরি করেন। কিন্তু অনেক সময় সঠিক বাজারের অভাবে তা বিক্রি করা কঠিন হয়ে পড়ে। এই 'সৃষ্টিশ্রী স্টল' তাঁদের সেই অভাব পূরণ করবে।"

তিনি আরও জানান, বিডিও অফিসের আশেপাশেই বিএলআরও (BLRO), এডিএসআর (ADSR) এবং এসআই (SI)-এর মতো একাধিক গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর রয়েছে। প্রতিদিন বহু মানুষ এবং সরকারি আধিকারিকরা এখানে আসেন। বিডিও আবেদন জানান, "অফিসের কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ—সবাই যদি এই স্টল থেকে স্বনির্ভর গোষ্ঠীর দিদিদের তৈরি জিনিস কেনেন, তবে তাঁরা আর্থিকভাবে লাভবান হবেন এবং আরও নতুন কাজ করতে উৎসাহিত হবেন।"

এই স্টলে এখন থেকে নিয়মিত সুলভ মূল্যে ঘরোয়া খাবার, আচার, পাপড় থেকে শুরু করে বাঁশ ও বেতের তৈরি নানা নান্দনিক সামগ্রী পাওয়া যাবে। প্রশাসনের এই উদ্যোগে খুশি স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাঁরা মনে করছেন, এর ফলে তাঁদের উপার্জনের পথ আরও প্রশস্ত হবে এবং তাঁরা অর্থনৈতিকভাবে সাবলম্বী হতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code