পুন্ডিবাড়ি পুলিশের বড় সাফল্য, চুরির ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার অভিযুক্ত, উদ্ধার লক্ষাধিক টাকার গয়না
নিজস্ব প্রতিনিধি, পুন্ডিবাড়ি: চুরির অভিযোগ পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বড়সড় সাফল্য পেল কোচবিহার জেলার পুন্ডিবাড়ি থানার পুলিশ। লক্ষাধিক টাকার সোনার গয়না চুরির ঘটনায় এক যুবককে গ্রেফতার করার পাশাপাশি উদ্ধার করা হয়েছে সমস্ত চুরি যাওয়া অলঙ্কার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৬ জানুয়ারি দুপুরে সাগরদিঘি সংলগ্ন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) শাখায় গিয়েছিলেন অভিযোগকারী ব্যক্তি। ওইদিন দুপুর ২:৩০ নাগাদ তিনি বাড়ি ফিরে দেখেন তাঁর বাড়ির সদর দরজার তালা ভাঙা। ঘরের ভেতরে ঢুকে তিনি দেখেন আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁর ঘর থেকে প্রায় ২ লক্ষ টাকার সোনার গয়না ও অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে।
গতকাল, ৮ জানুয়ারি সকাল ৮:৩৫ নাগাদ পুন্ডিবাড়ি থানায় এই মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার সাথে সাথেই তদন্তে নামে পুন্ডিবাড়ি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এবং নিজস্ব সোর্স কাজে লাগিয়ে পুলিশ তুফানগঞ্জ থানার অন্তর্গত অন্দরান ফুলবাড়ি (কালীবাড়ি) এলাকায় অভিযান চালায়।
সেখান থেকে ঝুমন আলী (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। ধৃত যুবকের বাবার নাম শামসের আলী। জেরার মুখে সে চুরির কথা কবুল করে।
অভিযুক্তকে পুলিশি হেফাজতে (Police Remand) নেওয়ার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি যাওয়া সমস্ত সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার পেছনে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন। খুব অল্প সময়ের মধ্যে চুরি যাওয়া সম্পত্তি উদ্ধার হওয়ায় খুশি অভিযোগকারী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊