রাজ্যে জোড়া জনসভা প্রধানমন্ত্রী মোদীর, দুই প্রশাসনিক সভা থেকে ৪০০০ কোটির প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস
১৭ ও ১৮ জানুয়ারি পশ্চিমবঙ্গ সফরে আসছেন। রাজ্যজুড়ে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সরকারি ও রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে তিনি মালদহ, এবং পরের দিন হুগলির সিঙ্গুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও শিলান্যাস করবেন বলে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী ১৭ জানুয়ারি দুপুর পৌনে ১টায় মালদাহ টাউন রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তিনি হাওড়া–কামাখ্যা (গুয়াহাটি) বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন। একই সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে ওই বন্দে ভারত স্লিপার ট্রেন চালুর সূচনা করবেন তিনি।
এরপর মালদহ বাইপাস সংলগ্ন মাঠে অনুষ্ঠিত জনসভায় দেশব্যাপী প্রায় ৩,২৫০ কোটি টাকার রেল ও সড়ক সম্পর্কিত উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে বালুরঘাট ও হিলির মধ্যে নতুন রেললাইন, জলপাইগুড়িতে মালবাহী ট্রেন রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং শিলিগুড়িতে লোকোমোটিভ শেড উন্নয়ন। এছাড়া জলপাইগুড়ি জেলায় বন্দে ভারত এক্সপ্রেস রক্ষণাবেক্ষণ আধুনিকীকরণ, নিউ কোচবিহার–বামনহাট ও নিউ কোচবিহার–বক্সিরহাট রেললাইনের বিদ্যুতায়নসহ বিভিন্ন প্রকল্পের শিলান্যাসের কথা রয়েছে।
সফরের দ্বিতীয় দিনে, ১৮ জানুয়ারি রবিবার হুগলির সিঙ্গুরে, মোদী আরও উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করবেন। সেখানে বালাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেম, জলের পরিবহণ টার্মিনাল, এক রেল ওভারব্রিজ এবং একটি আধুনিক ইলেকট্রিক ক্যাটামারান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনি জয়রামবাটী–বড়গোপীনাথপুর–ময়নাপুর নতুন রেললাইনেরও উদ্বোধন করবেন, যা স্থানীয় যাতায়াতকে আরও সহজ করবে।
এই সফরটি প্রশাসনিক উন্নয়ন কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। পশ্চিমবঙ্গ বিজেপি শাখা ইতোমধ্যেই জনসভাকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু করেছে। পূর্বে গত ডিসেম্বরেও মোদী রাজ্যে কোনও কর্মসূচিতে যোগ দিয়েছিলেন এবং ঘন কুয়াশার কারণে হেলিকপ্টার বাধায় পড়লেও দর্শকদের উদ্দেশে ভাষণ দিয়েছিলেন।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊